LATEST

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার


 চুয়াডাঙ্গায় ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাতে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্বজনরা জানান, শনিবার (৩ অক্টোবর) রাতে ওই এলাকার ইয়ার আলী (৫০) ও তার স্ত্রী রজিনা খাতুন (৪৫) ঘুমাতে যায়। পরে রাতে দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। রোববার (৪ অক্টোবর) সারাদিন তাদের কোনো খবর না পেয়ে নিহত রজিনার মেয়ে এসে মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত রজিনার মেয়ে বলেন, 'এসে দেখছি ঘরে তালা মারা আমি ভাবছি কেউ নেই, তারপর এদিক দিয়ে এসে দেখচি ঘরের দরজা ভাঙ্গা। পরে জানালা দিয়ে উকি মেরে দেখি ঘরের ভেতর থেকে গন্ধ বের হচ্ছে আর রক্ত দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে।'

চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক বলেন, ঘটনার আলামত সংগ্রহ চলছে, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments